About Us​

What We’re All About​

ইংরেজি ভাষা শিক্ষা ও চর্চার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু হয় Free bengali courses এর। বিবিসি জানালার ইংরেজি কোর্সগুলো বাংলাদেশীদের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। 

এই উদ্যোগের উদ্দেশ্য হলো বাংলাদেশের জনসাধারণকে ইংরেজি ভাষায় পারদর্শী করার মাধ্যমে একটি উন্নত জীবনব্যবস্থা তৈরিতে উৎসাহিত করা।  

অনলাইন শিক্ষার মাধ্যমে মানুষের জীবন উন্নয়নের চিন্তা থেকেই প্ল্যাটফর্ম এখন দিচ্ছে নতুন অনেক শিক্ষাগত এবং দক্ষতা বিকাশের কোর্স। 

তাই আমরা আমাদের ওয়েবসাইটকে মানসম্পন্ন কোর্সে সমৃদ্ধ করেছি যা সবাইকে একটি নতুন স্কিল শিখতে এবং জীবনে সফল হতে সাহায্য করবে।

বিবিসি জানালা এবং বেসিক ইংরেজি কোর্স ছাড়াও, আইইএলটিএস এবং বিভিন্ন বিদেশী (আরবি, জাপানি, চাইনিজ, কোরিয়ান এবং ফ্রেঞ্চ) ভাষাশিক্ষার কোর্স রয়েছে  Free bengali courses প্ল্যাটফর্মে। 

এছাড়াও ডিজিটাল মার্কেটিং, ফটোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং আরও অনেক বিষয়ে কোর্স আছে আমাদের এই প্ল্যাটফর্মে। 

তাই আমরা বিশ্বাস করি যে, অনলাইন শিক্ষা এবং সঠিক গাইডেন্স অনুসরন করে যে কেউ, যে কোনও জায়গায় তাদের জীবনকে সফল করে গড়ে তুলতে পারে।

তবে আর দেরি কেন? আজই  Free bengali courses ব্যবহার করুন এবং নিজের জীবনকে বদলে ফেলুন।

Learn From Industry Leaders​
Learn at Your Own Pace​
Professional Certification​