ডিজিটাল মার্কেটিং সেক্টরের একটি বিশাল অংশ দখল করে রেখেছে ফেসবুক মার্কেটিং। বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে এই সোশ্যাল মিডিয়া সাইটে। তাই আপনি যে ব্যবসাই করুন না কেন, নিশ্চিতভাবে ধরে নিতে পারেন, আপনার টার্গেট কাস্টমারের একটা বিরাট অংশ দিনের একটা উল্লেখযোগ্য পরিমাণ সময় ফেসবুকে কাটায়। আপনি যদি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হন, তবে আপনার কাস্টমারদের সাথে কার্যকর যোগাযোগের সর্বোত্তম মাধ্যম হলো ফেইসবুক। সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডের অবস্থান শক্ত করতে সঠিক প্রোডাক্ট আর মূল্য নির্ধারণের পাশাপাশি আপনার জানা প্রয়োজন:সঠিকভাবে ফেসবুকের অ্যালগরিদম-ফ্রেন্ডলি কনটেন্ট কিভাবে বানাতে হয়?কিভাবে অল্প পরিশ্রম ও স্বল্প সময়ে কনটেন্ট re-purposing করতে হয়?কিভাবে ফেসবুকের মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হয়?কী করে অর্গানিক রিচ বাড়াতে হয়?কিভাবে ফেসবুকে অ্যাড রান করাতে হয়?কিভাবে বুদ্ধিদীপ্তভাবে নিজের ব্র্যান্ডকে প্রতিযোগী ব্র্যান্ডের থেকে সুরক্ষিত রাখতে হয়?