আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা বিভিন্ন events-এ ছবি তুলেন কিংবা বন্ধু-বান্ধবের ভালো portrait তুলে থাকেন। তাদের মধ্যে অনেকেই Food Photography-তে আসতে চায়, কিন্তু প্রপার guideline-এর জন্যে কাজটা শুরু করা হচ্ছে না। আবার অনেকে টুকটাক Food Photography করে কিন্তু কাজটা গুছিয়ে বা সুন্দর করে করা হচ্ছে না। এছাড়া অনেক Social Media Influencer কিংবা Food Blogger আছেন, যারা তাদের খাবারের সুন্দর ছবি তুলে সেটা দিয়ে reach বাড়াতে চান। এরকম সবার কথা মাথায় রেখেই Ghoori Learning নিয়ে এলো Shuttergram এর “Food Photography” নামের এই কোর্সটি। এই কোর্সের বৈশিষ্ট্যগুলি হলঃ
- বৈশিষ্ট্য ১: Food Photography-এর উপর ১১টি Exclusive Class.
- বৈশিষ্ট্য ২: ক্যামেরা চালাতে পারে এমন একজন এই কোর্সের মাধ্যমে Food Photography শুরু করার জন্যে একটি পরিপূর্ণ গাইডলাইন পাবে।
- বৈশিষ্ট্য ৩: Food Photography-তে কিভাবে লোকেশন সেট করবেন তা থেকে নিয়ে প্রপ্স স্টাইলিং করবেন কিভাবে, কিভাবে ফুডের সাথে আপনার প্রপ্সের কম্পোজিশন হবে, কিভাবে লাইটিং সেট করবেন এবং সব শেষে এডিটিং গাইডলাইন ইত্যাদি নিয়ে সাজানো হয়েছে এই কোর্সটি।
- বৈশিষ্ট্য ৪: এই কোর্সে ডে লাইট, একটি স্পিড লাইট এবং একটি কনটিনিউয়াস লাইটে ৩টি প্র্যাক্টিক্যাল সেশন দেখানো হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কিভাবে করে আপনি সব সেট করতে পারেন।
- বৈশিষ্ট্য ৫: কোর্সের Theoratical Part-এর প্রতিটি লেকচারের সাথে রয়েছে ১টি করে Reading Material এবং কোর্সের শেষে রয়েছে ১ সেট Final Assessment.
- বৈশিষ্ট্য ৬: কোর্স শেষে থাকছে Ghoori Learning এবং Course Instructor-এর পক্ষ থেকে Food Photography -এর উপর একটি Certificate.
তাই আপনি যদি Food Photography শুরু করতে Interested হয়ে থাকেন, তাহলে আর দেরী না করে আজই জয়েন করুন Ghoori Learning-এর এই কোর্সটিতে।